প্রশিক্ষণের বিস্তারিতঃ
১) ইন হাউস প্রশিক্ষণঃ
অত্র দপ্তরের বিভিন্ন কর্মকর্তা/কর্মচারীদের অফিস ব্যবস্থাপনা, আর্থিক ব্যবস্থাপনা, শুদ্ধাচার ও নৈতিকতা, এ পি এ বাস্তবায়নসহ আমাদের দৈনন্দিন কার্যক্রম সংক্রান্ত বিভিন্ন কারিগরি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণের মেয়াদকালঃ ০১ থেকে ০২ দিন। বিশেষজ্ঞ ব্যক্তিদের দ্বারা প্রশিক্ষণ পরিচালিত হয়। বাজেট সংস্থান অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদান করা হয়।
২) খামারী ও উদ্যোগক্তা প্রশিক্ষণঃ
অত্র উপজেলার বিভিন্ন স্তরের খামারী ও উদ্যোগক্তাদের তাদের সক্ষমতা অনুযায়ী আর্থিক সংস্থান থাকা সাপেক্ষে গাভী পালন, গরু মোটাতাজাকরণ, ছাগল-ভেড়া পালন, হাঁস-মুরগি পালন ইত্যাদি বিষয়ে হাতেকলমে প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণের মেয়াদকালঃ ০২ ঘন্টা থেকে শুরু করে ০১ থেকে ০২ দিন পর্যন্ত হতে পারে। বিশেষজ্ঞ ব্যক্তিদের দ্বারা প্রশিক্ষণ পরিচালিত হয়। বাজেট সংস্থান অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদান করা হয়।
৩) মাংস প্রক্রিয়াজাতকারী (কসাই) প্রশিক্ষণঃ
স্বাস্থ্য সম্মত ও নিরাপদ উপায়ে মাংস প্রক্রিয়াজাতকরণ ও বিপণন বিষয়ে কসাইদের হাতেকলমে প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণের মেয়াদকালঃ সাধারণত ০১ দিন। বিশেষজ্ঞ ব্যক্তিদের দ্বারা প্রশিক্ষণ পরিচালিত হয়। বিভিন্ন কারিগরি বিষয়ের পাশাপাশি আইনের ব্যত্যয় হলে শাস্তি মূলক ব্যবস্থা সম্পর্কেও সুস্পস্ট ধারণা প্রদান করা হয়। বাজেট সংস্থান অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদান করা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস